31 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Nov 1 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

31 অক্টোবর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতি বছর 31 অক্টোবর সারা বিশ্বে বিশ্ব মিতব্যয়িতা দিবস পালিত হয়। 2022 সালের বিশ্ব মিতব্যয়িতা দিবসের থিম হল “Saving prepares you for the future”।       
  2. ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর 31 অক্টোবর জাতীয় ঐক্য দিবস (রাষ্ট্রীয় একতা দিবস) পালিত হয়।
  3. বিশ্ব শহর দিবস প্রতি বছর 31 অক্টোবর আরবান অক্টোবরের সমাপ্তি ঘটায় এবং 2014 সালে প্রথম এই দিনটি উদযাপিত হয়।চীনের সাংহাইতে অনুষ্ঠিত 2022 সালের বিশ্ব শহর দিবসের থিম হল “Act Local to Go Global”৷      
  4. 31 অক্টোবর হ্যালোইন দিবস পালন করা হয়। 2022 সালের হ্যালোইন দিবসের থিম হল “Carving of Pumpkin”।       
  5. ইউনেস্কোর অন্যতম বৃহত্তম বৈজ্ঞানিক সংস্থা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ জিওলজিক্যাল সায়েন্সেস (IUGS), মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলায় অবস্থিত মাওমলুহ গুহাকে প্রথম 100 টি IUGS ভূতাত্ত্বিক ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি হিসাবে স্বীকৃতি দিয়েছে৷    
  6. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পুরীতে ভারতের দ্বিতীয় রাষ্ট্রীয় আদর্শ বেদ বিদ্যালয় (RAVV)-এর উদ্বোধন করেছেন৷
  7. গোয়া মেরিটাইম সিম্পোজিয়ামের (GMS) চতুর্থ সংস্করণ 31 নভেম্বর গোয়াতে ন্যাভাল ওয়ার কলেজ (NWC) দ্বারা পরিচালিত হয়েছে৷   
  8. ওড়িশা সরকার চতুর্থ শ্রেণী থেকে স্নাতক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক পাঠ্যক্রমে দুর্যোগ এবং মহামারী ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছে।    
  9. কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর মহারাষ্ট্রের রঞ্জনগাঁও এলাকায় একটি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার তৈরি করার কথা ঘোষণা করেছেন ।   
  10. ব্যাডমিন্টনে, সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি, ফ্রেঞ্চ ওপেন সুপার 750 শিরোপা জয়লাভ করে তাদের কেরিয়ারের সবচেয়ে বড় খেতাব জিতেছেন ।       
  11. 29 অক্টোবর কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়েছে। পাঁচদিনব্যাপী এই উৎসবে চারটি তথ্যচিত্র ও আটটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রসহ 37টি জনপ্রিয় বাংলাদেশী চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।    
  12. লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচনে  বর্তমান রাষ্ট্রপতি জাইর বোলসোনারোকে পরাজিত করেছেন।     
  13. কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর এবং মিজোরামের পাঁচটি শহরকে সংযোগকারী তিনটি ফ্লাইটের উদ্বোধন করেছেন।       
  14. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভার্চুয়াল মাধ্যমে পূর্ব লাদাখের হ্যানল এবং  থাকুং দুটি হেলিপ্যাড সহ 75টি নতুন প্রকল্প চালু করেছেন।   
  15. ফিফা অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপে গতবারের বিজয়ী স্পেন, প্রথমবার ফাইনালিস্ট হওয়া কলম্বিয়ার বিরুদ্ধে জয়লাভ করেছে।       

 

Related Post