7 নভেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Nov 8 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

7 নভেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতি বছর 7 নভেম্বর শিশু সুরক্ষা দিবস পালন করা হয়। শিশুদের জীবন বাঁচাতে গৃহীত ব্যবস্থা এবং পর্যাপ্ত সুরক্ষা ও যত্ন প্রদান সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এই দিনটি পালিত হয়।
  2. ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর 7 নভেম্বর ভারতে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয়।
  3. নোবেল পুরস্কার বিজয়ী এবং ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত, সিভি রমন 1888 সালের 7 নভেম্বর, তামিলনাড়ুর ত্রিচিনোপলিতে জন্মগ্রহণ করেন। 2022 সালে ভারতে সিভি রমনের 134তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
  4. মেঘালয়ের উমিয়াম লেকে একটি সুন্দর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে 2022 সালের রাইজিং সান ওয়াটার ফেস্ট-এর সমাপ্তি ঘটেছে।তিনদিনব্যাপী ওয়াটারস্পোর্ট ‘রাইজিং সান ওয়াটার ফেস্ট 2022’-টি 3 থেকে 5 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
  5. হরিয়ানা বন বিভাগ এবং ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (USAID) রাজ্যে ‘Trees Outside Forests in India (TOFI)’ প্রোগ্রাম চালু করেছে।
  6. গুজরাটের ভদোদরা দ্বিতীয় ভারতীয় শহর যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অফ টেকনিক্যাল অ্যাসিসট্যান্সের সহায়তায় মিউনিসিপ্যাল বন্ড জারি করবে।
  7. অমিত দাশগুপ্তকে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সংযোগের ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ, জেনারেল ডিভিশন অফ  অর্ডার অফ অস্ট্রেলিয়ার সম্মানিত সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে।
  8. উত্তরাখণ্ড সরকার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত দোভাল, কবি প্রসূন জোশী, প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং অন্যান্য দুই ব্যক্তিকে তাদের উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য এই বছরের উত্তরাখণ্ড গৌরব সম্মানে ভূষিত করার কথা ঘোষণা করেছে।
  9. অধ্যাপক কিশোর কুমার বাসা-কে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষের (NMA) চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে।
  10. চাঁদ এবং মঙ্গল গ্রহে মিশনের পরে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) শুক্র গ্রহের ওপর মনোনিবেশ করেছে এবং জাপানের সাথে সহযোগিতায় চাঁদের অন্ধকার অংশের ব্যাপারে গবেষণা করার কথা পরিকল্পনা করেছে।
  11. নয়াদিল্লিতে অনুষ্ঠিত 2022 ভারত-তাইওয়ান শিল্প সহযোগিতা সম্মেলনে, তাইওয়ান এবং ভারতের ব্যবসায়িক মন্ডলীগুলি ইলেকট্রনিক্স উৎপাদন এবং সবুজ প্রযুক্তিতে আরও ভালো সহযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য 3টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
  12. মধ্যপ্রদেশের উজ্জয়িনী, যেটি মহাকালের শহর নামে পরিচিত সেখানে শীঘ্রই সূর্যের অবস্থানের সাথে সুসংহতভাবে যুক্ত বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি ইনস্টল করা হবে।
  13. অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা নির্মলা জেমস, ভারতের প্রথম মহিলা উদ্ভিদবিজ্ঞানী এদাভালাথ কাক্কাত জানকী আম্মাল (ই. কে. জানকী আম্মাল)-এর জীবন ও উল্লেখযোগ্য সাফল্যের তথ্য সমন্বিত ‘E.K. Janaki Ammal : Life and Scientific Contributions’ নামক একটি নতুন বই লিখেছেন।
  14. এশিয়ান হকি ফেডারেশন (AHF)-এর সিইও, ম্যাকাও-এর মোহাম্মদ তৈয়ব ইকরাম, সংস্থাটির পূর্ণ-সময়ের প্রধান ভারতের নরিন্দর বাত্রার স্থলাভিষিক্ত হয়ে আন্তর্জাতিক হকি ফেডারেশনের (FIH) নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন।
  15. সম্মিলিত জাতিপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থা (FAO), টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-তে পৌঁছানোর ক্ষেত্রে অবদান রাখতে কৃষিখাদ্য ব্যবস্থার তত্ত্বাবধানকারী, স্টেট অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার (SOFA)- এর 2022 সালের সংস্করণ প্রকাশ করেছে।
  16. ভারতের অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি এবং পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার নিদা দার অক্টোবর মাসের জন্য যথাক্রমে আইসিসি পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসাবে মনোনীত হয়েছেন।

 

Related Post